blog detail

বন্যায় গাড়ি পানিতে আটকে গেলে এই বিষয় গুলো লহ্ম্

Posted on :July 23, 2022

🔸বন্যায় গাড়ি পানিতে আটকে গেলে এই বিষয় গুলো লহ্ম্য রাখবেন:

১.যে ভাবেই হোক গাড়ি আবশ্যই পানি থেকে দূরে রাখতে চেষ্টা করবেন। প্রয়োজনে জ্যাক দিয়ে তুলে চাকার নিচে কিছু দিয়ে উপরে উঠিয়ে করে রাখবেন।

২. এগজস্ট এবং ইনটেক সেফ রাখতে পারলে মোটামুটি গাড়ি সেফ। এগজস্ট এ ওয়াটার টাইট পলিথিন মুড়িয়ে রাখতে পারেন।ইনটেক এমনি তেই অনেক উপরে থাকে তারপরও এয়ার ইনটেক এ ওয়াটার টাইট পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে পারেন।

৩. পানিতে হাইব্রিড গাড়ি নন-হাইব্রিডের থেকে বেশি সেইফ। ব্যাটারি এবং হাই ভোল্টেজ লাইন ওয়াটার প্রুফ হিসেবে সিলড করা থাকে।

৪. গাড়ি হাইব্রিড হোক আর নন-হাইব্রিড হোক লহ্ম রাখতে হবে সাইলেন্সার পাইপে যেন পানি না ঢোকে।