blog detail

Radiator Coolant

Posted on :Aug. 17, 2024

আসসালামু আলাইকুম... 


যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের তাপমাত্রা অপারেটিং টেম্পারেচার এর মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয় তাকে  কুলিং সিস্টেম বলে। 

কুলিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে কুল্যান্ট। 

কুল্যান্ট মূলত একটি তরল দ্রবণ, যা ইঞ্জিনের তাপমাত্রা কমাতে বা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 

সাধারণত পানি এবং ইথাইল গ্লাইকলের মিশ্রণকে কুল্যান্ট বলে। 
পানি এবং ইথাইল গ্লাইকোল, এর ফ্রিজিং টেম্পারেচার   0°C এবং -12°C এবং 100°C এবং 197°C এ বাষ্প হয়ে যায়। এই দুইটি পদার্থ  যখন মিশ্রণের মাধ্যমে কুল্যান্ট তৈরি করা হয়,  তখন এই  কুল্যান্টের ফ্রিজিং টেম্পারেচার  -38 ডিগ্রি সেলসিয়াস এবং 129 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয়ে যায়। 

কুল্যান্ট মূলত দুই প্রকার | যথা:-
                                          1. Premix Coolant.
                                          2. Non-premix coolant.
কুল্যান্ট  বৈশিষ্ট্য সমূহ …
1. High thermal capacity
2. Low viscosity
3. Low-cost
4. Non-toxic
5. Chemically inert
6. Anti Corrosion
7. Anti Rust