blog detail

সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায়

Posted on :Sept. 7, 2023

বর্তমানে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই দেশের কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে। সড়ক দুর্ঘটনার ফলে প্রতিবছর হাজারো মানুষ নিহত হয়, যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায়: ১. বেপরোয়া গতি ও অননুমোদিত ওভারটেকিং থেকে বিরত থাকা। ২. হাইওয়েতে গাড়ি ৬০-৭০ এর মধ্যেই রাখা। ৩. ফিটনেস ও সার্টিফিকেটবিহীন গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকা। ৪. নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকা। ৫. ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ করা। ৬. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন এর ক্ষেত্রে সচেতন থাকা। ৭. পথচারীদের উচিত সতর্কভাবে চলাফেরা করা। ৮. সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।